সাংগঠনিক কোনো কাঠামো না থাকায় এক দশকেরও অধিক সময় যাবত বিবাদ-বিভক্তিতে লিপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। ২৯ আগস্ট তারা বনভোজনের আয়োজন করেন। নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডে বেলমন্ট লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে এই বনভোজন ও মিলনমেলার আয়োজন করেছিল লং আইল্যান্ড বিএনপি।
বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ভয়ংকর একটি পরিস্থিতিতে নিক্ষেপ করা হয়েছে বিএনপিকে। এমন সংকটে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলকে পড়তে হয়নি। তাই প্রবাসের নেতা-কর্মীদের সকল ভেদাভেদের ঊর্ধ্বে থেকে বিএনপির পক্ষে আন্তর্জাতিক জনমত জোরদার করতে হবে। পদ-পদবির নেই বলে কেউ হতাশ হবেন না। সময় ও সুযোগ মতো যোগ্যতার মাপকাঠিতে অবশ্যই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবে।
উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দেয়া হয়েছে। এখন পর্যন্ত নতুন কমিটির অনুমোদন আসেনি। এ অবস্থায় ৩/৪ খণ্ডে বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা।
বিপুলসংখ্যক নেতা-কর্মীর করতালির মধ্যে বেলুন উড়িয়ে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। এ সময় অতিথি হিসেবে আরও ছিলেন এই এলাকার স্টেট এ্যাসেম্বলিম্যান (ডেমক্র্যাট) ও নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলির ডেপুটি স্পিকার ফিল রামোস। তিনি সকল বাংলাদেশিকে আরও জোরদারভাবে ডেমক্রেটিক পার্টির সাথে জড়িয়ে পড়ার আহবান জানিয়ে বলেন, নিজের অধিকার ও মাতৃভূমির কল্যাণে কিছু করতে হলে মার্কিন প্রশাসনের ভূমিকার বিকল্প নেই। এক্ষেত্রে তিনি এই কর্মসূচির আহবায়ক এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গোলাম ফারুক শাহীনের প্রশংসা করেন।
অতিথি হিসেবে আরও ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় বিএনপি সদস্য রফিকুল ইসলাম দুলাল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, লং আইল্যান্ড ক্যমুনিটি এ্যাক্টিভিস্ট ডা: হাফিজুর রহমান। এ এলাকা থেকে সামনের বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস প্রার্থী ড. মুজিবুল হকও সরব ছিলেন জনসংযোগে।
বনভোজন কমিটির সদস্য সচিব রিয়াজ মাহমুদ, লং আইল্যান্ড বিএনপি সভাপতি মিয়া আলীম পাখী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান মিঠু আগত সকলকে আন্তরিক আতিথেয়তায় অভিভূত করেন। দিনভর আড্ডা আর বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনায় মুখর ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা মার্শল মুরাদ, মোহাম্মদ বশির, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাঈদ, নাছিম আহমেদ, মোতাহার হোসেন, সোহরাব হোসেন, মাইনুল মোহিত প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা