জার্মানিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা দিয়েছে জার্মান আওয়ামী লীগ। সংবর্ধনা সভার আয়োজক জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ এর সভাপতিত্বে শনিবার বিকেলে জার্মানি সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় মন্ত্রী প্রবাসীদের বিশ্বের যেকোন প্রান্ত থেকেই দেশের সুনাম বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি দেশে নানা খাতে বিনিয়োগের আহ্বান জানান।
জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্যে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দেশটিতে বসবাসরত প্রবাসীদের যেকোন মূল্যে দেশের ভাবমূর্তি রক্ষাসহ যে যার জায়গা থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনটির শীর্ষ নেতা সাইফুল ইসলামসহ গোলাম কিবরিয়া বড়মনি, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সংগঠনটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। কবিতা পাঠে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত কবি নাজমুন নেসা পিয়ারী। এর আগে দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসী জার্মানি সফররত স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আইয়ুব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীসহ সর্বস্তরের প্রবাসী। সবশেষে ছিল জার্মানির ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কানকুনের বাংলা ভোজের বিশেষ আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল