গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অস্ট্রেলিয়ার পেশাজীবি ও সামাজিক সংগঠন কৃষিবিদ অস্ট্রেলিয়া তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে সিডনির রেড রোজ ফাংসন সেন্টারে রজত জয়ন্তী উৎসব উদযাপন করে।
সংগঠনের সভাপতি মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষিয়ান অধ্যাপক ড. এম ডি ওয়াজিউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেট বাংলাদেশের কনসাল জেনারেল, সাখাওয়াৎ হোসেন।
রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবুল সরকারের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আগত অতিথিদের মধ্যে কৃষিবিদ অস্ট্রেলিয়ার বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ার্স ও ডক্টরস এসোসিয়েসনের সভাপতি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য ও স্মৃতিচারণ করেন।
নুরুন নাহার সুস্মিতা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় একটি রম্য কথিকা উপস্থাপন করেন। ডা. লাভলী রহমানের সঞ্চালনায় এ পর্বটি একটি নস্টালজিক আবহ তৈরী করে।
এই উপলক্ষে জিয়াউদ্দিন বাবলু, সত্যজিৎ সাহা ও আশরাফ উদ্দিন এর নিরলস প্রচেষ্টায় “বন্ধন” নামে একটি স্যুভেনিরও প্রকাশ করা হয়। ড. রঞ্জনা সরকার ছবির উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন মোস্তফা আনোয়ার পাশা, লাভলী রহমান ও মলয় বিশ্বাস। সংগীত পরিবেশন করেন, ফারুক আহমেদ, ফারিয়া নাজিম, লামিয়া আহমেদ ও অন্যান্য শিল্পীবৃন্দ। একটি ব্যতিক্রমধর্মী শ্রুতিনাটক স্বপন গাঙ্গুলির “পাকা দেখা” পরিবেশন করেন লেখক- কবি, ড. রতন কুন্ডু ও আবৃত্তিকার ও ইউ টিউবার পলি ফরহাদ।
অনুষ্ঠানে আগত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন