রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টায় যে এশিয়ান যুবক গ্রেফতার করা হয়েছে তার নাম বলেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মোহাম্মদ খান। সে টাওয়ার হ্যামলেটসের আইল অব ডগসের বার্নিকনওয়ে রোডের বাসিন্দা। আটককৃত মোহাম্মদ খানের বয়স ২৮ বছর। তাকে পাবলিক অর্ডার অ্যাক্টে আটক করা হয়েছে। সোমবারে তাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্যে গত চার দিন ধরে দেখানো হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। দীর্ঘ লাইন ধরে ১২ থেকে ২৪ ঘণ্টা মানুষ অপেক্ষা করে দেখেছে রানির কফিন। তবে শুক্রবার রাতে রানির কফিনের সামনে আকস্মিক এক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে লাইনে দাঁড়ানো অনেক মানুষ। লাইনে থাকা মোহাম্মদ খান নামের যুবক হঠাৎ করেই নিরাপত্তা বেস্টনী ভেঙে কফিনের কাছে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ মোহাম্মদ খানকে তাৎক্ষনিক ভাবে গ্রেফতার করে।
পুলিশ বলছে, আভিযুক্ত ব্যক্তি যখন রানির কফিনের সামনে যায় তখন নিয়ম ভেঙে কফিনের আরও কাছে ছুটে যায়। তাৎক্ষণিক ব্যক্তিকে ঘিরে ধরে আইন-শৃঙ্খলা বাহিনী। লাইনে যেহেতু অনেক মানুষ ছিলো এমন আকস্মিক ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সাথে সাধারণ মানুষরা অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে।
এসময় ওয়েস্টমিনস্টার হল থেকে সরাসরি সম্প্রচার করা রানির কফিনে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এর আগে, ১৯ বছরের আরেক যুবক আরিও আদাসাইনকে ওয়েস্টমিনিস্টার হলের বাইরে লাইনে ধাক্কাধাক্কি করা ও নারীদের যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক