শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:২১

জেএফকে এয়ারপোর্টে বিএনপি-জাসাসের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জেএফকে এয়ারপোর্টে বিএনপি-জাসাসের বিক্ষোভ

জাতিসংঘে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ এবং বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি-জাসাসের নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যার (১৯ সেপ্টেম্বর) পর জেএফকে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র জাসাস, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করে। 

জানা যায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাগত সমাবেশ স্থল থেকে বেশ কিছুটা দূরে বিএনপিকে বিক্ষোভের অনুমতি দেয়া হয়। নিরাপত্তারক্ষীরাও ছিলেন তৎপর। ফলে উস্কানিমূলক স্লোগান উঠলেও আক্রমণাত্মক কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই বিক্ষোভে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সদস্য জসীমউদ্দিন ভিপি, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুগ্ম-আহ্বায়ক শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, খালেদ আহমেদ, জাবেদউদ্দিন, এলিজা আকতার, সুলতানা খানম, সজীব চৌধুরী ফয়সল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মাকসুদ এইচ চৌধুরী প্রমুখ। 

বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতারা জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে এক সভায় মিলিত হয়ে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’,কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহায়তা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল। আলোচনায় অংশ নেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর