♦ স্কুল বা কলেজে নাটক সিনেমা বানানো হলে যাকে জিনিসপত্র টানার দায়িত্ব দেওয়া হতো সেও এখন নায়ক কিংবা নায়িকা। টিকটকের কল্যাণেই।
♦ বাথরুমে গান গাইলে যার গান থামাতে পাড়া-প্রতিবেশী জড়ো হয়ে যেত সেও এখন সংগীত শিল্পী। টিকটক আছে বলেই।
♦ নাচতে গেলে উঠান ভাঙে তারাও ড্যান্সার হয়ে যাচ্ছে টিকটকের বদৌলতে।
♦ দুই লাইন দেখে পড়তে গেলেও যাদের দাঁত ভাঙে তারাও টিকটকে কড়া ভাষণ দিচ্ছে!
লেখা : মাহবুব নাহিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়