আমার এক প্রতিবেশী বললেন, ছোটবেলায় আমার একটা সমস্যা ছিল। কথা বলার সময় তোতলাতাম। এরপর বড় হলাম। কিন্তু তোতলানোর সমস্যাটা দূর হলো না। তারপর বিয়ে করলাম। বিয়ের বছর পার হতে না হতেই তোতলানোর সমস্যাটা গায়েব। আমি বললাম, বাহ, দারুণ তো! তা তোতলানোর সমস্যাটা কীভাবে গায়েব হলো? কী চিকিৎসা করিয়েছিলেন? কোন ডাক্তার? প্রতিবেশী বললেন, কোনো ডাক্তার না রে ভাই। দোকানদার। কাপড়ের দোকানদার। আমি অবাক হলাম, কাপড়ের দোকানদার আপনার তোতলানোর সমস্যা দূর করে দিয়েছে? কিন্তু এটা কীভাবে সম্ভব? প্রতিবেশী বললেন, অসম্ভবের কিছুই না। স্ত্রী আমাকে নিয়ে যে মার্কেটে কাপড় কিনতে যায়, সেই মার্কেটে ৫০০ টাকার কাপড়ের দাম চায় ৫ হাজার টাকা। তারপর এই হাজারকে শ তে আনতে গিয়ে আমাকে যে পরিমাণ দরদাম করতে হতো মানে যে পরিমাণ কথা বলতে হতো; কী আর বলব ভাই। আমার তোতলানোর সমস্যা দূর হয়ে গেল। আমি বললাম, কিন্তু এই যে দরদাম বা দর কষাকষির বিষয়টা, এটা কিন্তু ভালো না। জিনিসপত্র বেচাকেনা হওয়া উচিত এক দামে। এবার প্রতিবেশী হাসতে শুরু করলেন। আমি হাসির কারণ জানতে চাইলাম। প্রতিবেশী বললেন, হাসির কারণ বলতে হলে একটা ঘটনা বলতে হবে। একদিন আমার নিজের জন্য একটা শার্ট কিনতে গেলাম। তো যে দোকানে ঢুকলাম, সেই দোকানের নানান জায়গায় লেখা ‘একদাম’। আমি খুব খুশি হলাম। যেহেতু ‘একদাম’ হলে দর কষাকষির ঝামেলাটা থাকে না। কিন্তু যেই একটা শার্ট হাতে নিলাম, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা হলো। বুঝতেই পারছেন, কত দাম! আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, এই শার্টটার দাম ৭ হাজার টাকা কীভাবে হয়? দোকানদার বললেন, টেনশনের কিছু নেই। দামাদামি করার সুযোগ আছে। আমি অবাক হয়ে বললাম, দামাদামি করার সুযোগ আছে মানে? কেন দামাদামি করার সুযোগ থাকবে? আপনার দোকানে তো লেখা ‘এক দাম’। তো যে দোকান এক দামের দোকান, সেই দোকানে কি দামাদামি করা যায়? দোকানদার এবার বললেন, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারেন নাই। এই যে ‘এক দাম’ লেখা, এই একদাম কিন্তু সেই এক দাম না। মনে করেন আপনি একটা শার্ট কিনলেন। একটা শার্টের জন্য কি আপনি দুইটা দাম দেবেন? না। একটা শার্টের জন্য একটা দামই দেবেন। আর আমরাও একটা দামই রাখব। একটা শার্টের জন্য দুইটা দাম না রাইখা একটা দাম রাখার যে ব্যাপারটা, এটাই হচ্ছে ‘একদাম’। প্রতিবেশীর লম্বা বয়ান শুনে আমি হাই ছেড়ে বললাম, এগুলো হচ্ছে অপকৌশল। দর কষাকষির সিস্টেমটাও বন্ধ হওয়া উচিত। নইলে কাস্টমারের হয়রানি বন্ধ হবে না।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
দরদাম আনলিমিটেড
আমার এক বন্ধুর ঘটনা। দোকানদার যখন একটা জিনিসের দাম ৫ হাজার চাইল, সে বলল ৫০০। দোকানদার বলল, ‘আচ্ছা, টাকা দেন।’
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর