উত্তরার বিডিআর মার্কেটে প্রেসারকুকারের গ্যাসকেট
কিনতে গিয়ে দেখি পাশেই একটা বইয়ের দোকান
নিউজপ্রিন্টে ছাপা নানারকম ধর্মীয় বই-নোটস্্-গাইডে ঠাসা
এ-সময় চোখে পড়ে এক সময়ের তুমুল জনপ্রিয় লেখকের
পুরনো বইয়ের একাধিক গাঁট, শীতল মেঝেতে পড়ে গড়াগড়ি যায় অনাদরে,
এমন দৃশ্যে মুহূর্তে আমি হই আনমনা লেখকের শব্দহীন কান্নার স্বরে!
এমন শোচনীয় পরিণাম দেখে আতঙ্কে ছুটে পালায় আমার কাক্সিক্ষত প্রত্যাশা!
বুঝি একদিন আমারও হবে এমন সকরুণ দশা!
লাইফ হ্যাজ বিকাম ভেরি ফাস্ট! -কে কাকে মনে রাখে! -ভুলবে আমায় সবে!
আগামী প্রজন্ম আগামীর লেখককে নিয়েই মাতবে উৎসবে! -জেনিটিক্যাল স্বভাবে!
হা বর্তমান! হারে জীবন! -এ- গ্রহটা যে সকল জীবিতের, মৃতের নয়,
মৃতেরা অতীতের গহিন আঁধারে নেয় আশ্রয়
আর যার প্রচণ্ড শক্তি যেমন এ্যারস্টেটল, রবীন্দ্রনাথ
-ওঁরাই কেবল অন্তহীন বেঁচে রয়!
আমার এ- সামান্য সমীকরণ বুঝি এ কথাই কয়!!