৩৮ বছর। কুমিল্লা নগর উদ্যানের জামতলায় নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস শুনিয়ে আসছে তারা। তিননদী পরিষদ। সংগঠনটি ১৯৮৪ সাল থেকে ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। মেঘনা, তিতাস ও গোমতী নদীপারের সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে ১৯৮৩ সালে সংগঠনটি গঠন করা হয়।
প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী বলেন, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোক্তা রফিকুল ইসলাম বাংলা ভাষার সম্মানকে তুলে ধরতে কাজ করেছেন। কুমিল্লার অজিত গুহ, মেজর গণি ও মোহিনী মোহন বর্ধন ভাষার সম্মান রক্ষায় ভূমিকা রেখেছেন। অমর একুশ নিয়ে ২১ দিনব্যাপী ৩৮ বছর তিননদী পরিষদের অনুষ্ঠানমালা বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা।