সমস্যা : আমার প্রায়ই মন খারাপ হয়। অকারণে দুশ্চিন্তা হয়। কোনো কিছু ভালো লাগে না। মন খারাপের পাশাপাশি শরীর দুর্বল লাগে। ঠিকমতো ঘুম হয় না, খেতে ইচ্ছা করে না। কোনো কিছুতেই মনোযোগ বসে না। সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। মাঝে মাঝে অকারণেই মেজাজ খারাপ হয়। সবসময় অস্থির বোধ করি, বিষণ্ণ লাগে।
- সুমাইয়া সুমি, রংপুর
অনুলিখন : নাসিমুল হুদা