দেশের প্রথম শহীদ মিনার যাঁদের হাতে তৈরি করা হয়েছিল তাঁদেরই একজন ভাষাসংগ্রামী ডা. মঞ্জুর হোসেন। নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার সন্তান ডা. মঞ্জুর হোসেন। বাবা মোবারক আলী ও মা নুরুন নাহারের আট সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। মঞ্জুরের জন্ম ১৯২৮ সালের ১৫ জুন। ১৯৬৮ সালের ৪ ডিসেম্বর ৪০ বছর বয়সে তিনি মারা যান। বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্র্রায় শায়িত তিনি। জানা গেছে, ১৯৪৩ সালে নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৪৫ সালে কলকাতা থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৫৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেও চাকরি না করে আজীবন সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। এমবিবিএস পাস করে নিজ জন্মস্থানে পেশাজীবন শুরু করেন। তাঁর চার ছেলে ও দুই মেয়ে। ডা. মঞ্জুর তখন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের ছাত্র। ১৯৪৯ সালে সরকারি স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিরোধ দিবসে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে গোলাম মাওলার কক্ষে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত হয়। এতে সংগ্রাম কমিটিতে মতবিরোধ দেখা দেয়। সেখানে তিনি বলেছিলেন, ৪৪ ধারা ভাঙবই ভাঙব। মেডিকেল ব্যারাকে এক স্বতঃস্ফূর্ত সমাবেশে প্রতিবাদী বক্তব্য দিয়েছিলেন ডা. মঞ্জুর হোসেন। রাতে ফজলুল হক হলের পুকুরপাড়ে ১১ জন ছাত্রনেতা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নিতে গোপন বৈঠকে বসেন। সেখানে ঢাকা মেডিকেল কলেজের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা চারজন করে ১৪৪ ধারা উপেক্ষা করে সত্যাগ্রহে অংশ নেন। স্লোগান দিয়ে বের হলে পুলিশ ছাত্রদের গ্রেফতার করে ট্রাকে তোলে। একপর্যায়ে প্রায় ১০ হাজারের বেশি ছাত্রছাত্রী গ্রেফতার, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মধ্য দিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গণে আসেন। বেলা ৩টায় পরিষদের অধিবেশনের আগেই ছাত্র-পুলিশ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ বিকাল ৪টার দিকে গুলি চালায়। এতে অনেকেই শহীদ হন।
শিরোনাম
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
নওগাঁর ডা. মঞ্জুর
প্রথম শহীদ মিনার নির্মাতাদের একজন
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর