বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
রুখসানা বেগম

বক্সিংয়ের রানী

বক্সিংয়ের রানী

জীবনের কঠিন অধ্যায়েও হার না-মানা রুখসানাকে ইংল্যান্ডে ‘ওয়ারিওর প্রিন্সেস’ নামে ডাকা হয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপাসহ অসংখ্য সাফল্য কুড়িয়েছেন রুখসানা। দীর্ঘ চার বছর ব্রিটিশ ন্যাশনাল মুয়ে থাই দলের অধিনায়ক ছিলেন তিনি। ব্রিটিশ মিডিয়াল এক সময় রুখসানার বায়োগ্রাফি ‘বর্ন ফাইটার’ প্রকাশিত হয়। তাতে বেশ হইচই পড়ে যায়। বয়স যখন ২৩, তখন পারিবারিকভাবে রুখসানার বিয়ে হয়। কিন্তু সে অধ্যায়টা সুখের হয়নি, এক সময় তা ডিভোর্সে গড়ায়। কিশোর বয়সেই বক্সিংয়ের চেপে বসে রুখসানার। কলেজ শেষে কিক বক্সিংয়ের ক্লাস করতেন। ২০০৯ সালে প্রথম শিরোপা জেতেন বাংলাদেশি বংশোদ্ভূত এই বক্সার। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অ্যামেচার কিক বক্সিংয়ে শিরোপা জেতেন, পরের বছর ব্রিটিশ মুয়ে থাই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের শিরোপা এবং এর পরের বছর ২০১১ সালে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। বক্সিং রিংয়ে কেবলই শাসন করে গেছেন সিলেটের বালাগঞ্জের এই মেয়ে। ২০১৬ সালে তার মাথায় ওঠে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট। এখন তিনি অনেকের কাছেই আদর্শ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর