বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
মনযিলা পলা উদ্দিন

ব্রিটেনের পার্লামেন্টের লর্ডস

প্রতিদিন ডেস্ক

ব্রিটেনের পার্লামেন্টের লর্ডস

ব্রিটিশ রাজনীতিবিদ মনযিলা পলা উদ্দিন। ব্রিটেনের পার্লামেন্টে লর্ডস হয়ে তিনি প্রথম বাঙালি হিসেবে ইতিহাস গড়েন। মনযিলা পলার জন্ম রাজশাহীতে।

যুক্তরাজ্যে প্রবাসী জীবনে তিনি সেখানকার রাজনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়। সে ধারাবাহিকতায়  স্থানীয় রাজনীতিতে তিনি বড় ফ্যাক্টর হয়ে ওঠেন।  মনযিলা তার পরিবারের সঙ্গে লন্ডনে আসেন ১৯৭৩ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। পূর্ব লন্ডনের প্লাসেট বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিন। স্কুল, কলেজ শেষ করে নর্থ লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে সামাজিক উন্নয়ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। সত্তর দশকের শেষ দিকে তিনি যুক্তরাজ্যের সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ডে  ব্যস্ত সময় কাটাতে শুরু করেন। এক দশক ব্যবধানে তিনি ইয়ুথ অ্যান্ড কমিউনিটি কর্মী হিসেবে আলাদা অবস্থান তৈরি করেন। সে সময় তিনি টাওয়ার হ্যামলেট এলাকায় বেশ পরিচিতি লাভ করেন। টাওয়ার হ্যামলেটসে বসবাসরতদের কাছে দক্ষ ও যোগ্য সমাজকর্মী হিসেবে খ্যাতি পেয়ে যান। এই খ্যাতির কারণে স্থানীয় রাজনীতিতে তার প্রভাব বাড়তে থাকে। আশির দশকের শেষ দিকে তিনি টাওয়ার হ্যামলেটের নারী স্বাস্থ্য সুরক্ষা প্রজেক্টের ব্যবস্থাপক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি নিউহাম সামাজিক উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত হন। ১৯৯০ সালে তিনি প্রথম কোনো বাঙালি হিসেবে লেবার পার্টি থেকে ‘দ্য লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেট’ অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হন। এখানে তিনি দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালের ১৮ জুলাই। তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস হিসেবে নিযুক্ত হন। মনযিলা প্রথম কোনো মুসলমান এবং প্রথম কোনো বাঙালি যিনি এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ পান। সে সময় তিনি হাউস অব লর্ডসে সর্বকনিষ্ঠ কোনো লর্ডস ছিলেন। একজন লর্ডস হিসেবে তিনি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উঁচু মর্যাদায় আসীন ছিলেন।

সর্বশেষ খবর