আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। সম্মানের ব্যাপার। সে জন্য আমি এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ৩০ বছর আগে যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করি। তখন বিদেশি কোম্পানিতে হাতে গোনা কয়েকজন দেশি প্রধান কর্মকর্তা ছিলেন। এই অবস্থা চলেছে প্রায় ১০-১৫ বছর। ৩০ বছর পর আজকে আমি ফিকির প্রেসিডেন্ট হয়ে দেখি এখন হাতে গোনা কয়েকজন বিদেশি কর্মকর্তা আছেন। এটা হচ্ছে বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের একটি গল্প। এটা কেন হয়েছে। দুটো কারণে হয়েছে। প্রথমত বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়ত গত ১৫ বছরে প্রত্যেকটা বিদেশি কোম্পানির বাংলাদেশের প্রতি আস্থা এসেছে। এই দুটো জিনিসের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ এসেছে আমরা মনে করি এটা মোকাবিলা করা সম্ভব। যদি আমরা কালেকটিভভাবে সবাই কাজ করতে পারি। একটা লক্ষ্য নিয়ে। যেটা দেশের জন্য ভালো। সেটা সবার জন্য ভালো। আমি মনে করি এই সময় যেটা সবাই বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশের ব্যবস্থা করতে হবে। সেখানে এনবিআরের অনেকগুলো কাজ আছে দেখতে হবে আমাদের। সেই জায়গাতে আমি অনেকখানি অনুপ্রাণিত। জানি বিডা কাজ করছে, অনেকেই কাজ করছে। কয়েকজনের কথা আমি বলতে চাই। কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। এর মধ্যে কয়েকজনের নাম মেনশন করতে চাই। অনেকেই আমাদের সামনে আছেন তাদের নামটা বললাম না। যারা নাই তাদের নামটা বলি। তারা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মুখ্য সচিব। এই জরুরি দক্ষ ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আরেকজনের কথা না বললেই নয়। প্রাইভেট সেক্টরের জন্য প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্টর অ্যাডভাইজর সালমান এফ রহমান। যখনই বিপদে পড়ি তখনই উনার কাছে যাই। সবসময় সাহায্য পাই উনার কাছ থেকে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
বিদেশি কোম্পানির বাংলাদেশের প্রতি আস্থা এসেছে
নাসের এজাজ বিজয়, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সভাপতি, এফআইসিসিআই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর