আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। সম্মানের ব্যাপার। সে জন্য আমি এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ৩০ বছর আগে যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করি। তখন বিদেশি কোম্পানিতে হাতে গোনা কয়েকজন দেশি প্রধান কর্মকর্তা ছিলেন। এই অবস্থা চলেছে প্রায় ১০-১৫ বছর। ৩০ বছর পর আজকে আমি ফিকির প্রেসিডেন্ট হয়ে দেখি এখন হাতে গোনা কয়েকজন বিদেশি কর্মকর্তা আছেন। এটা হচ্ছে বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের একটি গল্প। এটা কেন হয়েছে। দুটো কারণে হয়েছে। প্রথমত বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়ত গত ১৫ বছরে প্রত্যেকটা বিদেশি কোম্পানির বাংলাদেশের প্রতি আস্থা এসেছে। এই দুটো জিনিসের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ এসেছে আমরা মনে করি এটা মোকাবিলা করা সম্ভব। যদি আমরা কালেকটিভভাবে সবাই কাজ করতে পারি। একটা লক্ষ্য নিয়ে। যেটা দেশের জন্য ভালো। সেটা সবার জন্য ভালো। আমি মনে করি এই সময় যেটা সবাই বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশের ব্যবস্থা করতে হবে। সেখানে এনবিআরের অনেকগুলো কাজ আছে দেখতে হবে আমাদের। সেই জায়গাতে আমি অনেকখানি অনুপ্রাণিত। জানি বিডা কাজ করছে, অনেকেই কাজ করছে। কয়েকজনের কথা আমি বলতে চাই। কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। এর মধ্যে কয়েকজনের নাম মেনশন করতে চাই। অনেকেই আমাদের সামনে আছেন তাদের নামটা বললাম না। যারা নাই তাদের নামটা বলি। তারা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মুখ্য সচিব। এই জরুরি দক্ষ ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আরেকজনের কথা না বললেই নয়। প্রাইভেট সেক্টরের জন্য প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্টর অ্যাডভাইজর সালমান এফ রহমান। যখনই বিপদে পড়ি তখনই উনার কাছে যাই। সবসময় সাহায্য পাই উনার কাছ থেকে।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
বিদেশি কোম্পানির বাংলাদেশের প্রতি আস্থা এসেছে
নাসের এজাজ বিজয়, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সভাপতি, এফআইসিসিআই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর