শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

ফিট মুস্তাফিজকে সাসেক্সে খেলার পরামর্শ

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এখন মা-বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন সাতক্ষীরায় নিজ গ্রামের বাড়িতে। ক্রিকেটের বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘কাটার মাস্টার’। সেখানেও স্বস্তি নেই। সুযোগ পেলেই হামলে পড়ছে মিডিয়া। বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা যদি কিছু বলেন! মুস্তাফিজের সেসবে ভ্রূক্ষেপ নেই। সময় কাটাচ্ছেন পরিবার-পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে। ক্রিকেটের সঙ্গে না থাকলে তাকে নিয়ে কিন্তু আলোচনা সর্বত্র। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। ফিরে বাংলাদেশ ক্রিকেটের উজ্জল ভবিষ্যতের কথা বললেন। জানালেন, নিজেকে পরিণত করতে কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সে খেলা উচিত মুস্তাফিজের। অবশ্য, শর্তও জুড়েছেন সঙ্গে। পুরোপুরি সুস্থ মুস্তাফিজকেই খেলতে বললেন সাসেক্সে।   

আইপিএলের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে খেলেছেন মুস্তাফিজ। একটি ছাড়া সবগুলো ম্যাচ খেলে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন। মুস্তাফিজে মুগ্ধ গোটা বিশ্ব। মুগ্ধ টাইগার কোচ হাতুরাসিংহে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেই বলেছেন মুস্তাফিজের সাসেক্সে খেলা নিয়ে, ‘সাসেক্সে মুস্তাফিজ খেলবেন কি না, এটা মিডিয়ার কাছে বড় সংবাদ হলেও আমাদের জন্য কোনো ইস্যু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে এবং নিজেকে আরও শানিত করতে কাউন্টি ক্রিকেটের মতো আসরগুলোতে খেলা উচিত। আমি মনে করি সাসেক্সে খেলা উচিত মুস্তাফিজের। অবশ্য এজন্য তাকে সুস্থ থাকতে হবে। মুস্তাফিজকে সুস্থ রাখাই আমাদের বড় চ্যালেঞ্জ।’

সর্বশেষ খবর