রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ধোনি ফর্মে ফেরায় খুশি কোহলি

ক্রীড়া ডেস্ক

ধোনি ফর্মে ফেরায় খুশি কোহলি

মহেন্দ্র সিং ধোনির শেষ দেখে ফেলেছিলেন তার সমালোচকরা। নির্বাচকরা তার ওপর থেকে আস্থা হারাননি। অস্ট্রেলিয়া সফরে যেন তাদের আস্থার প্রতিদানই দিলেন ধোনি। দুর্দান্ত ব্যাটিং করে হয়েছেন সিরিজ সেরা। ধোনির প্রশংসায় তাই পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘ধোনি ফর্মে ফেরায় আমরা খুবই খুশি। তিনি যে রানের মধ্যে আছেন এটা আমাদের তৃপ্তি দিচ্ছে। ছন্দে ফিরতে হলে কিছু রান করা দরকার। আর রান করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যদি আপনি অনেক দিন থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকেন তবে আপনার জন্য এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’ ধোনির হাত ধরেই ভারত ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ২০১১ সালে। ভারতকে টি-২০ বিশ্বকাপের শিরোপাও এনে দিয়েছেন তিনি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে ধোনির নেতৃত্বে। তারপর ধোনির পারফরম্যান্সেও ধীরে ধীরে ভাটা পড়তে থাকে। পাশাপাশি তার সমালোচকরা সরব হয়ে ওঠেন। ক্যাপ্টেনকূলকে ভারতীয় দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ধোনির দলে থাকা নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছিল। অস্ট্রেলিয়ায় গিয়ে ব্যাট হাতেই তার জবাব দিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতীয় অধিনায়কও ধোনির পারফরম্যান্সের পর নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করলেন। পাশাপাশি সমালোচকদের উদ্দেশ্যে কথা বলেছেন তিনি। ধোনির সমালোচনা সম্পর্কে কোহলির দাবি, ‘বাইরের মানুষ অনেক কিছুই বলে। একজন ক্রিকেটার হিসেবে খুব কাছ থেকে দেখেছি ভারতীয় দলের প্রতি ধোনির যে অবদান। মানুষের উচিত তাকে সমালোচনা থেকে একটু মুক্তি দেওয়া, কারণ দেশের জন্য তার অবদান অনেক। মানুষের উচিত কোনো সমস্যা হলে তার সমাধান ধোনিকেই খুঁজে বের করতে দেওয়া। ভারতের অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার তিনি। নিজের কাজ সম্পর্কে খুব ভালো করেই জানেন। দল হিসেবে আমাদের দলে সবার মধ্যে সম্পর্ক খুবই চমৎকার। আমরা সবাই তাকে নিয়ে খুব খুশি।’

সর্বশেষ খবর