পিএসজিতে ইনজুরির আঘাত। ব্রাজিয়িলান তারকা নেইমার তো আগেই পায়ে আঘাত পেয়ে মাঠের বাইরে অবস্থান করছেন। উরুগুয়ের তারকা এডিনসন কাভানিও ইনজুরিতে আক্রান্ত। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াও অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেবারিট পিএসজি আজ সেরা তারকাদের ছাড়াই শেষ ষোলোর প্রথম লেগ খেলতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। একদিকে পিএসজির ভগ্নদশা অন্যদিকে ম্যানইউ সোলসকারের অধীনে টানা ১১ ম্যাচ অপরাজিত। সর্বশেষ তারা হেরেছে লিভারপুলের কাছে সেই ডিসেম্বরে। এর মধ্যে ১০টাতেই জিতেছে রেড ডেভিলরা। অন্যদিকে ইনজুরি আক্রান্ত পিএসজি দুই ম্যাচ আগেও লিঁওয়ের কাছে পরাজিত হয়েছে (২-১)। এই ব্যর্থতার বৃত্ত থেকে অবশ্য বেরিয়ে এসেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মতো সুসংবদ্ধ দলের বিপক্ষে কেমন করবে তারা বলা কঠিন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের এক দীর্ঘ ইতিহাস আছে। তারা এখানে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও দুবারের রানার্সআপ। অন্যদিকে পিএসজির সেরা সাফল্য আটকে আছে সেমিফাইনালেই। তাও সেই ১৯৯৪-৯৫ মৌসুমে। এরপর থেকে আর কোয়ার্টার ফাইনালের বাধাই পাড়ি দিতে পারেনি তারা। গত দুবার তো শেষ ষোলো খেলেই বিদায় নিয়েছে। এবারেও কী তাই হতে যাচ্ছে! অন্যদিকে ম্যানইউ মাঝখানে একটা মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই পারেনি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট টুর্নামেন্টে ফিরে আসার পর নিজেদেরকে খুব একটা মেলে ধরতে পারেনি রেড ডেভিলরা। কিন্তু সোলসকারের অধীনে দলটা নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব রোমা এবং পর্তুগিজ ক্লাব পোর্তো। দুটি ক্লাবই গ্রুপ পর্বে দারুণ খেলেছে। পোর্তো ডি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রোমা জি গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে এসেছে। এবার দেখা যাক, কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়ে যায় কারা!
শিরোনাম
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ
- পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল: রিপোর্ট
- থ্রেডসে ‘মেসেজ সিস্টেম’ আনলো মেটা
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল
- বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
- টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও নিখোঁজ বহু
- তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
- লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ
- জুভেন্টাসে পাড়ি জমালেন কানাডার রেকর্ড গোলস্কোরার
- তুরস্কে তিন বিরোধীদলীয় মেয়র গ্রেফতার
- এআই দিয়ে তৈরি ভিডিও কীভাবে চিনবেন?
- মেসির জোড়া গোলে দাপুটে জয় মায়ামির
- চাইলেই লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা