শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মোহামেডানে সদস্যসচিবের পরিবর্তে সিইও!

ক্রীড়া প্রতিবেদক

আগামী ২৬ জানুয়ারি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে বোর্ড সভা ডাকা হয়েছে। সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন এ সভায় সভাপতিত্ব করবেন। হাই কোর্ট তাকে মোহামেডানের নির্বাচন করার দায়িত্ব দিয়েছেন। সম্ভবত ২৬ জানুয়ারির সভায় এজিএমের তারিখ নির্ধারণ হয়ে যাবে। অধিকাংশ স্থায়ী সদস্যরা চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হোক। এতে করে ক্লাব যোগ্য ও নিবেদিত সংগঠকদের মাধ্যমে পরিচালিত হবে। মোহামেডানের এক স্থায়ী সদস্য অভিযোগ করেছেন লোকমান গংরা কোনোভাবেই চান না নতুন কমিটি গঠন হোক। এরা সংখ্যায় কম হলেও অর্থের বিনিময়ে অন্যদের দলে টানতে চাচ্ছেন। তিনি জানান, এসব চিহ্নিত ব্যক্তিদের বহিষ্কার না করলে মোহামেডানে সুষ্ঠু পরিবেশ ফিরবে না।

বোর্ড সভায় ক্লাবের গঠনতন্ত্রেও পরিবর্তন আসতে পারে। নির্বাচিত সদস্যসচিবের বদলে বেতনভুক্ত একজন নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইওকে নিয়োগ দেওয়ার চিন্তা চলছে। তবে এটি নির্ভর করছে সভায় সদস্যদের সিদ্ধান্তের ওপর। জানা গেছে, অধিকাংশ সদস্যরা চাচ্ছেন বাদল রায় সদস্যসচিব হোক। ক্লাবের দুর্যোগের সময় তিনিই বড় ভূমিকা রাখেন। অসুস্থতার কারণে বাদল রায় সেই দায়িত্ব নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে সিইও নিয়োগ দেওয়ার সম্ভাবনাই বেশি।

জানা গেছে, ওবায়দুল করিমই ফের সভাপতি হতে পারেন। সদস্যরা তাকেই এ পদে যোগ্য মনে করছেন।

সর্বশেষ খবর