সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

৫১ কোটি রুপি অনুদান

ক্রীড়া ডেস্ক

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজারের কাছে। মৃতের সংখ্যা ২৫। মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। এমন অবস্থায় সবাই এখন হোম কোয়ারেন্টাইনে। ক্রিকেটাররা এ অবস্থায় নিজ নিজ অবস্থান থেকে আর্থিক সহায়তা দিচ্ছেন। লিজেন্ডারি ক্রিকেটার শচীন টেন্ডুলকার দিয়েছেন ৫০ লাখ রুপি। মহেন্দ্র সিং ধোনি ১ লাখ রুপি, সুরেশ রায়না ৫২ লাখ রুপি অনুদান দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি সুবিধাবঞ্চিতদের চাল ক্রয়ের জন্য ৫০ লাখ রুপি দিয়েছেন। এবার দেশটির ক্রিকেট বোর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নাগরিক তহবিলে’ অনুদান দিচ্ছে ৫১ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ৫৮ কোটি টাকা। ৩২টি রাজ্য ৫০ লাখ রুপি করে ১৬ কোটি রুপি অনুদান দিয়েছে এবং বাকি ৩৫ কোটি রুপি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের বিস্তার এখন জনসাধারণের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। এই কঠিন সময়ে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে মানুষকে সাহায্য করা। বোর্ডের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে অনুদান দেওয়া হবে। যা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যেতে পারে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর