বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অন্ধকারে ঘরোয়া হকি

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস আতঙ্কে দেশের সব খেলাধুলা বন্ধ। সুতরাং এখন ফেডারেশনের কর্মকা- নিয়ে আলোচনা করাটাও ঠিক হবে না। তবে বড় তিন খেলা-হকির কথা না বললেই নয়। ক্রিকেট ও ফুটবলে নিয়মিত লিগ হলেও হকি বেশ পিছিয়ে পড়েছে। ২০১৮ সালের পর লিগ আর মাঠে গড়ায়নি। অথচ নির্বাচনে বিজয়ী হওয়ার পর মুমিনুল হক সাঈদ বলেছিলেন, তারা প্রিমিয়ার লিগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। দেশের জনপ্রিয় এ আসরকে নতুনত্ব আনার চেষ্টা করবেন। এখন নতুনত্ব তো দূরের কথা ঘরোয়া হকি অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সাঈদ দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তার জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ।

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও কোচ মাহবুব হারুন বলেন, সাঈদ প্রসঙ্গ নিয়ে আমার আলোচনা করা ঠিক হবে না। এটা জাতীয় ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের নির্বাহী কমিটি দেখবে। আমার কথা লিগ নিয়েই। এখন না হয় করোনাভাইরাসে সব কিছু বন্ধ। কিন্তু লিগের দেখা নেই দুবছর। হকিতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা লিগ খেলেই। তাদের একমাত্র আয়ের উৎস এটিই। যতটুকু শুনেছি বর্তমান কমিটির যে কটা সভা হয়েছে সেখানে লিগের বিষয়টি আলোচনাই হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর