শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

‘আমার কাছে বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনার’

ক্রীড়া ডেস্ক

‘আমার কাছে বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনার’

জন্ম দক্ষিণ আফ্রিকায়। কিন্তু টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলেছেন ইংল্যান্ডের পক্ষে। ‘থ্রি’ লায়নদের পক্ষে অসাধারণ ক্যারিয়ার কাটিয়েছেন কেভিন পিটারসেন। এখন ধারাভাষ্য দেন। ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ১০৪টি। রান করেছেন ৮১৮১। সেঞ্চুরি ২৩টি এবং হাফসেঞ্চুরি ৩৫টি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছেন ৬টি। যার ৪টি ইংল্যান্ডে এবং ২টি বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে রান করেছেন ৫৯২ এবং সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৯৯। হাফসেঞ্চুরি ৫টি। অন্য দেশগুলোর বিপক্ষে যতটা সাবলীল ক্রিকেট খেলেছেন, বিপরীত ছিল বাংলাদেশের বিপক্ষে। রফিক, সাকিব, রাজ্জাক রাজ, মানজারুলদের বিপক্ষে খেলতে নাভিশ্বাস উঠত তার। ক্রিকেট ওয়েব পোর্টাল ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে পিটারসেন জানিয়েছেন, ‘বাংলাদেশে সফর করা খুব কঠিন। বাঁ হাতি স্পিনারদের বিপক্ষে আমি খুব সাবলীল নই। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার পর আর মনে হয় ওদের সব বোলারই বাঁ হাতি স্পিনার। ওখানে খেলার পর বিমানে ওঠেও বিমানবালাদের বাঁহাতি স্পিনার মনে হচ্ছিল। আমার কাছে বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিন।’ বাংলাদেশের বাঁ হাতি স্পিনারদের ভয় পাওয়ার কারণও রয়েছে তার। টাইগারদের বিপক্ষে টেস্টে যে ১০ বার আউট হয়েছেন, তার সবগুলোই ছিল বাঁ হাতি স্পিনারদের বিপক্ষে।

সর্বশেষ খবর