রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দলের দুর্বলতা স্বীকার করলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

দলের দুর্বলতা স্বীকার করলেন তামিম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে এসেছেন মাত্র। করোনাকালীন তামিম ইকবালই একমাত্র টাইগার ক্রিকেটার, যার টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে। কাগজে কলমে খুব শক্তিশালী নয় দলটি। তারকা ক্রিকেটার বলতে অধিনায়ক তামিমের পাশাপাশি রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ। এছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহীর। বাকি সবাই তরুণ ক্রিকেটার। এমন দল নিয়ে শিরোপা জেতা একটু বেশিই কঠিন। সেটা অধিনায়ক হিসেবে মানেন তামিম। তবে মিডিয়ার মুখোমুখিতে এটাও জানিয়েছেন, যদি গোটা দল ‘আউট অব দ্য বক্স’ বা দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো

কিছুই সম্ভব। অবশ্য এটাও স্বীকার করেছেন, প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটার সংগ্রহে ভুল করেছে বরিশাল।

মঙ্গলবার মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। দলগুলো প্রস্তুত ১৮ ডিসেম্বর ফাইনালে শিরোপা ট্রফি উঁচিয়ে ধরতে। প্রস্তুত তামিম বাহিনীও। গতকাল অনুশীলনের ফাঁকে দল গঠন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন তামিম, ‘কোনো সন্দেহ নেই ড্রাফটে আমাদের কিছু ভুল হয়েছে। এজন্যই দলের শক্তি নিয়ে কথা উঠছে। তবে এটাও মনে রাখতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনো কিছু হতে পারে।’

শক্তি নিয়ে কথা বললেও দলের ক্রিকেটারদের উপর আস্থা রেখেছেন বরিশাল অধিনায়ক, ‘আমার দলে এমন কয়েকজন খেলোয়াড় আছেন, যাদের আমরা কেউ কাউন্ট করছি না ঠিকই, কিন্তু তারাই দারুণ একটি টুর্নামেন্ট কাটাতে পারে।’ বরিশালে খেলবেন ছন্দে থাকা ইরফান শুক্কুর। বাঁ হাতি ইরফান বিসিবি প্রেসিডেন্ট কাপে দারুণ ব্যাটিং করেছেন। আফিফ নার্ভাস নাইনটিজের শিকার হয়ে ৯৮ রান করেছিলেন এক ম্যাচে। তামিম তাদের উপর আস্থা রাখতেই পারেন।

আলোচনায় ছিলেন না। তারপরও প্রেসিডেন্ট কাপে বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। সেটা স্বীকার করে বরিশালের অধিনায়ক তামিম দলকে সাফল্য পেতে সেরাটা খেলতে হবে বলেন, ‘প্রেসিডেন্ট কাপে আলোচনায় না থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ খেলেছেন। আমাদেরও এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের উপর আস্থা রয়েছে। আমি মনে করি, আমাদের সাফল্য পেতে আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে খেললে জেতা কঠিন হবে। দলের ২-৩ জন ক্রিকেটারকে নিয়ে অন্যরকম আশা করছি।’ নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘অবশ্যই আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্র্ণ। যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি, কিংবা ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি, সেটা দলের অন্যদের অনুপ্রেরণা জোগাবে।’

সর্বশেষ খবর