শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
নারী ফুটবল লিগ

ট্রফি থাকছে বসুন্ধরার ঘরেই

অন্য কারোর নয়। নারী ফুটবল লিগে শিরোপার ট্রফি থাকছে বসুন্ধরা কিংসের ঘরেই। লিগে ডাবল পদ্ধতিতে ১২ ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক


ট্রফি থাকছে বসুন্ধরার ঘরেই

অন্য কারোর নয়। নারী ফুটবল লিগে শিরোপার ট্রফি থাকছে বসুন্ধরা কিংসের ঘরেই। লিগে ডাবল পদ্ধতিতে ১২ ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। গতকাল সকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ৬-০ গোল কুমিল্লা ইউনাইটেডকে পরাজিত করেছে। এই জয়ে সাবিনাদের টানা দ্বিতীয় বারের শিরোপা নিশ্চিতই বলা যায়। তবে কিংসের ম্যানেজার ওয়াসিম তা বলতে চান না। কেননা এখনো তাদের দুই ম্যাচ বাকি রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আতাউর রহমান ভুঁইয়া কলেজের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আর গোলের ব্যবধানও অনেক। তবুও ওয়াসিমের কথা শনিবার জামালপুর কাঁচারি পাড়াকে হারিয়ে শিরোপা জিততে চাই। তবে জয় নয়, ড্র করলেই বসুন্ধরার ঘরে পুনরায় ট্রফি যাবে। ২ ম্যাচে বসুন্ধরা ১ পয়েন্ট পাবে না তা অসম্ভব বলেই ট্রফি জেতা নিশ্চিত।

৬-০ গোলে জিতলেও সাবিনাদের ব্যবধান আরও বড় হতে পারত। ১৬ মিনিটেই অধিনায়ক সাবিনার গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে নতুনভাবে জ্বলে ওঠে। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ৬৮ মিনিটে মনিকা চাকমা, ৪ মিনিট পর তহুরা খাতুন, ৮১ মিনিটে ঋতুপূর্ণা ও ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র।

নারী লিগে টানা দ্বিতীয় শিরোপার পথে। অন্যদিকে পেশাদার লিগেও দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। ফেডারেশন কাপ দু’বার ও স্বাধীনতা কাপ একবার। অভিষেকের দুই বছরের মাথায় কোনো দলেরই এই রেকর্ড নেই।

সর্বশেষ খবর