মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

ক্রীড়া প্রতিবেদক

সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের সেরা একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের পাওয়ার হিটার স্বর্ণা আক্তার। একাদশে তিনজন করে আছেন চ্যাম্পিয়ন ভারত এবং রানার্সআপ ইংল্যান্ডের ক্রিকেটার। গতকাল সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের প্রথম জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ সুপার সিক্স পর্যন্ত খেলেছে। এক ম্যাচ হারায় রান রেটে সেমিফাইনাল খেলতে পারেনি। পুরো আসরে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্বর্ণা। পাঁচ ম্যাচে সংগ্রহ তার ১৫৩ রান। স্ট্রাইক রেট ১৫৭.৭২। বিশ্বকাপে স্বর্ণা ছাড়া ১৫০ রান করেছেন ভারতের শেফালি বর্মা।      

           সেরা একাদশ

সেহরাওয়াত       (ভারত)

গ্রেস স্তিভেন্স        (ইংল্যান্ড)

শেফালি বর্মা       (ভারত)

জর্জিয়া প্লিসার   (নিউজিল্যান্ড)

দেউমি ভিহাস    (শ্রীলঙ্কা)

স্বর্ণা আক্তার        (বাংলাদেশ)

কারাবো মেসো  (দক্ষিণ আফ্রিকা)

পর্শ চোপড়া         (ভারত)

হান্নারেকার                         (ইংল্যান্ড)

এডি আন্ডারসন (ইংল্যান্ড)

মেগি ক্লার্ক                            (অস্ট্রেলিয়া)

আনোশা নাসির                 (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)

 

 

সর্বশেষ খবর