বিশ্বসেরা ওপেন তারকা আরিনা সাবালেঙ্কা স্টুটগার্ট ওপেনের ফাইনালে চতুর্থবারের মতো হারলেন। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ বেলারুশিয়ানকে সরাসরি সেটে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হলেন ফ্রেঞ্চ ওপেন জয়ী ইয়েলেনা ওস্তাপেঙ্কো। সোমবারের ফাইনালে ৬-৪, ৬-১ গেমে জয়ী হন ২৭ বছর বয়সি এ লাটভিয়ান তারকা। ক্যারিয়ারে এনিয়ে ৯টি ডাব্লিউটিএ শিরোপাজয়ী ওস্তাপেঙ্কো। টানা পাঁচ গেম জিতে ট্রফি নিশ্চিত করেন ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ের ১৮ নম্বর এ খেলোয়াড়। যদিও সাবালেঙ্কার বিপক্ষে আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই হেরেছিলেন ওস্তাপেঙ্কো।
২০১৭ সালে ফরাসি ওপেন জয়ের পর এই প্রথম কোনো শিরোপা জিতলেন তিনি। কোয়ার্টার ফাইনালে তিনি র্যাঙ্কিংয়ের দুই নম্বর ইগা সুয়াটেককেও হারান। এদিকে এনিয়ে ২৬ বছর বয়সী সাবালেঙ্কা চারবার স্টুটগার্ট ওপেনের ফাইনালে উঠে প্রতিবারই হারলেন। ২০২১ সালে অ্যাশলি বার্টি (২০২১) ও পরের দুই বছর ইগা সুয়াটেকের (২০২২ ও ২০২৩) বিপক্ষে হেরেছিলেন তিনি। এবার হারলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে।