দিন কয়েক পরই বাংলাদেশের গলফে উন্মোচিত হবে নতুন দিগন্ত। শুরু হবে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত এ এশিয়ান ট্যুর টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের গলফার ও ক্রীড়ামোদীদের মধ্যে আগ্রহের কমতি নেই। ভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন। সেই সঙ্গে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন, বাংলাদেশ পারবে তো! সিদ্দিকুর রহমান, জামাল হোসেন, সাখাওয়াত কিংবা সজীবরা বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করে লাল-সবুজ পতাকা ওড়াতে পারবেন তো! ভক্তদের আশা যেমনই হোক, বাস্তবতা হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন মোটেও সহজ কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে না। ২৩টি দেশের ১৫০ জন নামিদামি গলফার অংশ নিচ্ছেন এতে। বিশ্ব র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান একেবারে খারাপ নয়। এশিয়ান ট্যুরের ১১০ জনের ‘অর্ডার অব মেরিট’ তালিকায় এদের মধ্যে ৫৩ জনেরই আছে উপস্থিতি। কঠিন এ টুর্নামেন্টে সিদ্দিকুরদের কঠিনতম প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন কারা?
থাইল্যান্ডের গলফ কিংবদন্তি থওর্ন উইরাচান্ত কেবল ১৮টি টুর্নামেন্টই জেতেননি সেই সঙ্গে ভক্তদের মনও জয় করেছেন। বসুন্ধরা বাংলাদেশ ওপেনেও তার দিকে দৃষ্টি থাকবে ভক্তদের। তবে এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে ৪৮ বছরের উইরাচান্তের অবস্থান ততটা সংহত নয় বর্তমানে। অনির্বাণ লাহিড়ীদের দাপটে তিনি নেমে গেছেন ৭৪ নম্বরে। বিশ্ব র্যাঙ্কিংয়েও অবস্থান করছেন ১৯৭ নম্বরে। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে অংশ নেওয়া গলফারদের মধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন থাইল্যান্ডের প্রোম মেসাওয়াত (১২৪)। তিনি চলতি বছরে চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে ৪৯ হাজার ৯২১ ডলার আয় করে এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে ২৪ নম্বরে অবস্থান করছেন। এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে ৭ নম্বরে থাকা মার্কিন তারকা গলফার পল পিটারসনও আসছেন সিদ্দিকুরদের সঙ্গে লড়াই করতে। বিশ্ব র্যাঙ্কিংয়ে তার অবস্থান ২২৩ নম্বরে। চলতি বছরে পল পিটারসন ৫টি টুর্নামেন্টে অংশ নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৫৫ ডলার আয় করেছেন। সিদ্দিকুরদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারেন প্রতিবেশী দেশ ভারতের জয়তি রণধাওয়ান ও রশিদ খান। এশিয়ন ট্যুর অর্ডার অব মেরিটে জয়তির অবস্থান ২৮ নম্বরে। রশিদ খান আছেন ৩১ নম্বরে। সিদ্দিকুর রহমানের (৩২) ঠিক এক ধাপ ওপরে! অবশ্য গলফের বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন রশিদ খান (২৪৫)। জয়তি বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন ৩১২ নম্বরে। এ ছাড়াও এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে ওপরের দিকে আছেন থাইল্যান্ডের চাপচাই নিরাত (১১), স্পেনের কার্লোস পিজিম (১২), সিঙ্গাপুরের মারডান মামাত (১৬), শ্রীলঙ্কার মিথুন পেরেরা (১৮), মালয়েশিয়ার ড্যানি চিয়া (২৩), জাপানের মাসাহিরো কাওয়ামুরা (২৫), থাইল্যান্ডের পেরিয়া (২৬) ও জ্যাজ (২৭)।
এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটের সেরা ১১০ জনের মধ্যে বাংলাদেশের কেবল সিদ্দিকুর রহমান আছেন। তবে গলফের বিশ্ব র্যাঙ্কিংয়ে সিদ্দিকুর রহমান (৩০৪) ছাড়াও আছেন জামাল হোসেন মোল্লা (১৫৬১) ও শাখাওয়াত সোহেল (১৫৬১)। এ তিনজন ছাড়াও বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ভালো করার আশা আছে সজীব আলি, দুলাল হোসেন ও জীবন আলির। তবে তাদের কঠিন লড়াই করতে হবে বিশ্বসেরা গলফারদের সঙ্গে। বাংলাদেশ এ টুর্নামেন্টে কেমন করবে, এ প্রশ্নের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের আয়োজন। এ টুর্নামেন্ট কেবল নতুন নতুন পেশাদার গলফারই তৈরি করবে না, দেশের গলফকে বিশ্ব পরিচিতিও এনে দেবে। যেমন এ টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্বের ২৩টি দেশের গলফাররা এখানে ভাগ্য পরীক্ষা করতে আসছেন। কে জানে, এক দিনে হয়তো এ টুর্নামেন্ট খেলতে আসবেন ররি ম্যাকলরয়, জর্ডান স্পিথ, হেনরিক স্টেনসন কিংবা টাইগার উডসদের মতো কিংবদন্তি গলফাররা!
শিরোনাম
- শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে উচ্ছ্বসিত ইয়ামাল
- ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন করেন জেডি ভ্যান্স, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
দৃষ্টি থাকবে যাদের দিকে
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর