গেলবার মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং বয়কট করেছিল। তারপরও দেশের হকির সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছিল। ঢাকা আবাহনী ও ঊষা ক্রীড়াচক্র যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও চারদল সিদ্ধান্তে অটল রয়েছে ফেডারশনের বর্তমান কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা হকির কোনো কর্মসূচিতেই অংশ নেবে না। তবে ফেডারেশনের বক্তব্য ছিল কারও জন্য আমরা বসে থাকতে পারি না। প্রিমিয়ার লিগ ঠিকই মাঠে গড়াবে। দলবদলের তারিখও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবাহনী ও ঊষার দাবিতে তা পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে দলবদল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলছেন কে খেলবে বা খেলবে না এ নিয়ে ভাবার সময় নেই। লিগ ঠিকই গড়াবে।
এবারে বাস্তব চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন। কেননা উষাও লিগ খেলার ব্যাপারে ততটা আগ্রহ দেখাচ্ছে না। এখন তারাও যদি না খেলে ফেডারেশন বিপাকে পড়বে। অর্থাৎ লিগ নিয়ে ভয়াবহ জটিলতা সৃষ্টি হয়েছে। আর এ জটিলতা নিরসন করতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে আজ বৈঠকে বসছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক ঊষার এক কর্মকর্তা বলেন, মোহামেডান, মেরিনার্স বড় দল। এরা খেলবে না বলে ডোনাররা দল গঠনের জন্য ফান্ড দিতে চাচ্ছেন না। এই অবস্থায় আমরা লিগে খেলি কীভাবে? তার এ কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে অবস্থা কতটা জটিল। চার ক্লাবের দাবি হকির বর্তমান কমিটি বিলুপ্ত করলেই তারা মাঠে ফিরবে। কিন্তু আজকের বৈঠকে উপমন্ত্রী জয় কি তাদের দাবি মেনে নেবেন। কারণ কমিটি গঠন হয়েছে নির্বাচনের মাধ্যমে। তাই কমিটি বিলুপ্ত করলে সরকারের ভাবমূর্তিই নষ্ট হবে। সরকারে মন্ত্রী হিসেবে জয় নিশ্চয় তা চাইবেন না। তাহলে জটিলতা দূর হবে কীভাবে? জানা গেছে, আজকের সভায় নতুনভাবে লিগ কমিটি গঠনের ঘোষণা আসতে পারে। সবার কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিকে চেয়ারম্যান করার প্রস্তাব আসতে পারে। এ প্রস্তাব কি বিদ্রোহী চার ক্লাব মেনে নেবে? এ ব্যাপারে গতকাল মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বলেন, ‘অবশ্যই আমাদের ক্লাবের প্রতিনিধি বুধবার উপমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন। কিন্তু লিগ কমিটি পরিবর্তন করলে আমরা তাতে রাজি হব না। কারণ আমাদের দাবি একটাই- ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিতে হবে।’ একই কথা বলেছেন মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান। তিনি বলেন, ‘কীভাবে হকি বর্তমান কমিটি গঠন হয়েছে তা ক্রীড়াঙ্গনে কারও অজানা নেই। আমরা চাই এ কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হোক। তা না হলে আমাদের মাঠে নামার প্রশ্নই ওঠে না। আমার বিশ্বাস, উপমন্ত্রী বৈঠকে এমন এক সিদ্ধান্ত দেবেন যাতে হকি উপকৃত হবে। আমরাও চাই হকির উন্নয়ন। এ ছাড়া যে সমস্যা তৈরি হয়েছে তা কোনোভাবেই নিরসন করা সম্ভব নয়।’
শিরোনাম
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
প্রিমিয়ার হকি লিগে জটিলতা
ক্লাবগুলোর সঙ্গে আজ উপমন্ত্রীর বৈঠক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর