গেলবার মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং বয়কট করেছিল। তারপরও দেশের হকির সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছিল। ঢাকা আবাহনী ও ঊষা ক্রীড়াচক্র যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও চারদল সিদ্ধান্তে অটল রয়েছে ফেডারশনের বর্তমান কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা হকির কোনো কর্মসূচিতেই অংশ নেবে না। তবে ফেডারেশনের বক্তব্য ছিল কারও জন্য আমরা বসে থাকতে পারি না। প্রিমিয়ার লিগ ঠিকই মাঠে গড়াবে। দলবদলের তারিখও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবাহনী ও ঊষার দাবিতে তা পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে দলবদল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলছেন কে খেলবে বা খেলবে না এ নিয়ে ভাবার সময় নেই। লিগ ঠিকই গড়াবে।
এবারে বাস্তব চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন। কেননা উষাও লিগ খেলার ব্যাপারে ততটা আগ্রহ দেখাচ্ছে না। এখন তারাও যদি না খেলে ফেডারেশন বিপাকে পড়বে। অর্থাৎ লিগ নিয়ে ভয়াবহ জটিলতা সৃষ্টি হয়েছে। আর এ জটিলতা নিরসন করতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে আজ বৈঠকে বসছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক ঊষার এক কর্মকর্তা বলেন, মোহামেডান, মেরিনার্স বড় দল। এরা খেলবে না বলে ডোনাররা দল গঠনের জন্য ফান্ড দিতে চাচ্ছেন না। এই অবস্থায় আমরা লিগে খেলি কীভাবে? তার এ কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে অবস্থা কতটা জটিল। চার ক্লাবের দাবি হকির বর্তমান কমিটি বিলুপ্ত করলেই তারা মাঠে ফিরবে। কিন্তু আজকের বৈঠকে উপমন্ত্রী জয় কি তাদের দাবি মেনে নেবেন। কারণ কমিটি গঠন হয়েছে নির্বাচনের মাধ্যমে। তাই কমিটি বিলুপ্ত করলে সরকারের ভাবমূর্তিই নষ্ট হবে। সরকারে মন্ত্রী হিসেবে জয় নিশ্চয় তা চাইবেন না। তাহলে জটিলতা দূর হবে কীভাবে? জানা গেছে, আজকের সভায় নতুনভাবে লিগ কমিটি গঠনের ঘোষণা আসতে পারে। সবার কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিকে চেয়ারম্যান করার প্রস্তাব আসতে পারে। এ প্রস্তাব কি বিদ্রোহী চার ক্লাব মেনে নেবে? এ ব্যাপারে গতকাল মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বলেন, ‘অবশ্যই আমাদের ক্লাবের প্রতিনিধি বুধবার উপমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন। কিন্তু লিগ কমিটি পরিবর্তন করলে আমরা তাতে রাজি হব না। কারণ আমাদের দাবি একটাই- ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিতে হবে।’ একই কথা বলেছেন মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান। তিনি বলেন, ‘কীভাবে হকি বর্তমান কমিটি গঠন হয়েছে তা ক্রীড়াঙ্গনে কারও অজানা নেই। আমরা চাই এ কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হোক। তা না হলে আমাদের মাঠে নামার প্রশ্নই ওঠে না। আমার বিশ্বাস, উপমন্ত্রী বৈঠকে এমন এক সিদ্ধান্ত দেবেন যাতে হকি উপকৃত হবে। আমরাও চাই হকির উন্নয়ন। এ ছাড়া যে সমস্যা তৈরি হয়েছে তা কোনোভাবেই নিরসন করা সম্ভব নয়।’
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
প্রিমিয়ার হকি লিগে জটিলতা
ক্লাবগুলোর সঙ্গে আজ উপমন্ত্রীর বৈঠক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর