বরখাস্ত হলেন শেখ জামাল কোচ মারুফুল হক। গত আসরের চ্যাম্পিয়ন দল শেখ জামাল এবারও প্রথম পর্ব শেষে শীর্ষে আছে। কিন্তু দলের পারফরম্যান্সে খুশি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। ফলে শেখ জামাল কর্তৃপক্ষ মারুফুলসহ পুরো কোচিং স্টাফই বদলে ফেলার ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে ব্রাদার্স আর মোহামেডানের সঙ্গে ড্র আর ঢাকা আবাহনীর কাছে ২-০ গোলে পরাজয় কাল হলো মারুফুলের।
এ সম্পর্কে শেখ জামাল ধানমণ্ডির সভাপতি মনজুর কাদের বলেন, 'সেরা খেলোয়াড় নিয়ে দল গড়েছি আমরা। সেরা বিদেশি খেলোয়াড়ও আমাদের। কিন্তু এ পর্যন্ত শেখ জামাল সেরা দলের মতো খেলতে পারেনি। তাই পুরো কোচিং স্টাফই বদলানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।'
শোনা যাচ্ছে ২০ জুন থেকে লিগের দ্বিতীয় পর্বে শেখ জামালের কোচ হিসেবে আবারও দায়িত্ব নিতে দেখা যেতে পারে সাবেক কোচ জোসেফ আফুসিকে। ওদিকে শেখ জামালের জার্সি গায়ে আবারও দেখা যেতে পারে শেখ জামালের সাবেক খেলোয়াড় হাইতির সনি নর্দেকে।
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৫/শরীফ