বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের তিন গোলদাতা ড্যানিয়েল স্টারিজ, অ্যাডাম লালানা ও গ্যারি ক্যাহিল। এই জয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো গ্যারেথ সাউথগেটের দল।
প্রথম দুই রাউন্ডে স্লোভাকিয়াকে একমাত্র গোলে হারানোর পর মাল্টাকে ২-০ গোলে হারিয়েছিল ইংলিশরা। গত রাউন্ডে স্লোভেনিয়ার মাঠে গোলশূন্য ড্র করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ১-০ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভেনিয়া। অন্য ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারানো স্লোভাকিয়ার পয়েন্ট ৬, তৃতীয় স্থানে আছে তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ