গোল ডট কমের বিচারে ২০১৬-র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশিই পর্তুগালকেও গত জুলাইয়ে ইউরো কাপ জিতিয়েছিলেন এই ‘সি আর সেভেন’। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইটের প্রদত্ত পুরস্কার তারই স্বীকৃতিতে পেলেন রোনালদো এটা ধরে নেওয়া যেতেই পারে।
এই নিয়ে চারবার রোনালদো এই সম্মানে ভূষিত হলেন। ঠিক লিওনেল মেসির মতোই। ইদানীংকালে ফিফার বর্ষসেরা পুরস্কারের লড়াইয়ে মেসিই রোনালদোর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। শুক্রবার রাতে মাদ্রিদে ৩১ বছরে পা দিতে চলা পর্তুগিজ মহাতারকার হাতে গোল ডট কমের পক্ষ থেকে ট্রফি তুলে দেওয়া হয়।
বছরসেরার লড়াইয়ে রোনাল্ডোর অনেক পেছনে রয়েছে মেসির অবস্থান। বিশ্ব ফুটবলের এই জাদুকর রয়েছেন চতূর্থ স্থানে। রোনালদোর ঠিক পরেই লুই সুয়ারেজ আর তিনে আছেন গ্রিজম্যান। ট্রফি হাতে রোনালদো বলেন, ‘আমি সম্মানিত। এ পুরস্কার শুধুই আমার নয়। রিয়েল মাদ্রিদ ও পর্তুগালের জাতীয় দলে আমার সব সতীর্থদেরও।’
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭