হোবার্ট টেস্টের প্রথম দিন শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকা ৮৬ রান এগিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় অজিরা। জবাবে, ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা দিন শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭১ রান।
হোবার্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩২.৫ ওভার ব্যাট করে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে যায় অজিরা। ৪৮ রান করে অপরাজিত থাকেন দলপতি স্মিথ। এছাড়া, ১০ রান করেন জো মেনি। বাকি আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
অজিদের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে বল হাতে ৫ উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। তিনটি উইকেট দখল করেন কাইল অ্যাবোট আর একটি উইকেট নেন কেগিসো রাবাদা।
জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ওপেনার ডিন এলগার ব্যক্তিগত ১৭ রানে আর দলীয় ৪৩ রানে বিদায় নেন। এরপর স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই ফেরেন আরেক ওপেনার স্টিফেন কক (২৩)।
তিন নম্বরে নামা হাশিম আমলার ব্যাট থেকে আসে ৪৭ রান। জেপি ডুমিনি ১ রানে বিদায় নেন। দলপতি ডু প্লেসিস করেন মাত্র ৭ রান। তেমবা বাভুমা ৩৮ রানে এবং কুইন্টন ডি কক ২৮ রানে অপরাজিত আছেন।
অজিদের হয়ে মিচেল স্টার্ক তিনটি আর জস হ্যাজেলউড দুটি উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১