ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জাফর আনসারির অভিষেক হয় বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা টেস্টে। রাজকোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এই বাহাতি স্পিনারকে নিয়ে কথা উঠতে শুরু করেছে তার ‘অস্বাভাবিক’ বোলিং অ্যাকশনের জন্য। ‘অস্বাভাবিক’ কথাটা যদিও এখনও জোরালোভাবে বলা যাচ্ছে না কারণ সরকারিভাবে এখনও ম্যাচ রেফারি আনসারির বিরুদ্ধে কোনও রিভিউয়ের কথা জানাননি।
শুক্রবার সারাদিন ধরে যদিও প্রচুর চর্চা হল আনসারির বোলিং অ্যাকশন নিয়ে। এমনকী ধারাভাষ্যকারদের মধ্যেও অনেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। কারও কারও পূর্বাভাস, আনসারিকে নিয়ে আইসিসি’র বিজ্ঞপ্তি এল বলে। আনসারি ১৭.৩ ওভার বল করে নৈশপ্রহরী অমিত মিশ্রের উইকেট নিয়েছেন। শেষবেলায় দু’টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ম্যাচে ফিরেছে বলেও মনে করছেন ইয়ান বোথাম, নাসের হুসেন’রা।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩