'বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল ২০১৬' সেভেন এ সাইড ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড(ইডব্লিউএমজিএল)। বৃহস্পতিবার বিকাল ৩টায় শেখ রাসেল প্রশিক্ষণ মাঠে টানটান উত্তেজনাকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা সিমেন্টকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মিডিয়া।
২৫ মিনিট করে মোট দুই অর্ধে ৫০ মিনিট খেলা হয়। তবে কোনা গোল না হওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে আরও ১০ মিনিট করে মোট ২০ মিনিট খেলা হয়। কিন্তু কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকার পর্বে ৫-৪ ব্যবধানে জয় পায় মিডিয়া। প্রথম চার শটে দুই দলই গোল করতে সমর্থ হয়। কিন্তু শেষ শটে বসুন্ধরা সিমেন্ট গোল করতে ব্যর্থ হলেও মিডিয়া পঞ্চম গোলটি নিশ্চিত করে। এ সময় উল্লাসে ফেটে পড়ে মিডিয়ার সমর্থকরা।
পরে দুই দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার-আপ এর পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ