চিলির বিপক্ষে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে বিবাদে জড়ানোয় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পরে ফিফার কাছে আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছিল। তবে মেসির শাস্তি কমায় ঝড় উঠে সমালোচকমহলে। অনেক খেলোয়াড়ও হতাশা প্রকাশ করেছেন। চিলিয়ান তারকা আর্তোরু ভিদাল তো বলেই ফেলেছেন একমাত্র মেসির ক্ষেত্রেই নাকি নিয়ম ভিন্ন।
তবে সমালোচকদের সঙ্গে সুর মেলাতে রাজি নন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ডিয়েগো ম্যারাডোনা। উল্টো মেসিকে শান্তশিষ্ট টেডি বিয়ার বলে আখ্যায়িত করেছেন তিনি। চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মেসির প্রতি কর্তৃপক্ষ ভিন্ন আচরণ করেছে বলে অভিযোগ ম্যারাডোনার।
এ প্রসঙ্গে লা রেডকে দেওয়া সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, ‘স্বাভাবিকভাবে এর কোনো অর্থ হয় না। লিও এক ম্যাচের বেশি নিষিদ্ধ হয়েছিল। তারকা ফুটবলারদের তারা একই কারণে বিভিন্ন সময়ে শাস্তি কমিয়ে থাকে।’ মেসির প্রশংসা করে ম্যারাডোনা আরও বলেন, ‘কাউকে অপমান করার মতো ফুটবলার নয় মেসি। আমি তাকে এক বছর কোচিং করিয়েছি। একজন ফুটবলারের চেয়েও মেসি শান্ত একটা টেডি বিয়ারের মতো।’
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/ওয়াসিফ