ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
টি-টোয়েন্টির সেরা দল হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে নিজেদের সেরা দলটি সাজানোর কথা জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নওরোজ মঙ্গল। ১১ মে ভারতে সফর করবে আফগানিস্তান দল। সেখানে ১৫ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে আফগানরা।
ভারতে অনুশীলন ক্যাম্প শেষে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবে আফগানিস্তান ক্রিকেটাররা। সাথে থাকছেন মোহাম্মদ নবী ও রশিদ খানদের মতো তারকা খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। যার প্রথমটি আগামী ২ জুন শুরু হবে।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল:
আসগার স্টানিকজাই, নুর আলী জাদরান, জাভেদ আহমাদী, উসমান গনি, মোহাম্মদ নবী এসাখেল, সামিউল্লাহ শেনওয়ারি, নাজীব জাদরান, গুলবদীন নায়িব, রশিদ খান আরমান, শফিকুল্লাহ শফিক, শাহপুর জাদরান, আমির হামজা, ফরিদ মালিক, করিম জানাত ও দৌলত জাদরান।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/ওয়াসিফ