পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির টেস্ট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচে ১১ উইকেট নিলেও নিজের অর্জন নিয়ে সন্তুষ্ট নন আমির। তার মতে, টেস্ট খেলতে প্রচুর ধৈর্যশক্তি দরকার এবং এজন্য অনেক ফিট হতে হয়। যেটা নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন না আমির।
২৫ বছর বয়সে টেস্ট থেকে অবসর নেয়ার বিষয়টি আমির গুরুত্বের সঙ্গেই ভাবছেন। এ নিয়ে দলের খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছেন তিনি। কিন্তু এসব কথা জনসম্মুখে চলে আসায় বেশ ক্ষুব্ধও হয়েছেন। পাকিস্তানের ক্রিকেট বোর্ডও এ নিয়ে তদন্ত করছে।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালের শুরুতে ক্রিকেটে ফিরে আসেন আমির। এরপর থেকে এ পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন তিনি। তবে খুব বেশি সফলতা পাননি। আমির জানিয়েছেন, টেস্ট থেকে অবসর নিয়ে টি২০ ও ওয়ানডেতে বেশি মনোযোগ দিতে চান। ২০১০ সালে আরেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজেই টেস্ট থেকে অবসর নেন। এরপর শুধু টি২০ ও ওয়ানডেতে নিয়মিত খেলেছেন।
(হিন্দুস্থান টাইমস অবলম্বনে)
বিডি প্রতিদিন/১০ মে, ২০১৭/ফারজানা