সাব্বির রহমানের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। রান পেয়েছেন এক সৌম্য সরকার ছাড়া সবাই। যার ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ৩৯৪ রান করেছে টাইগাররা।
আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজের আগে বুধবার বেলফাস্টে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তবে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমেই সফরকারীরা তুলে নেয় ২৭২ রান।
এদিন, উদ্বোধনী জুটিতে ৪৪ রান আসার পর ১৭ রান করে বিদায় নেন সৌম্য সরকার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আইরিশ বোলারদের পিটিয়ে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন তামিম ও সাব্বির জুটি। ৭৪ বলে ১৪ চার ও দুটি ছক্কায় ৮৬ রান করে তামিম আউট হলেও সেঞ্চুরি তুলে নেন সাব্বির। ১৬ চারের পাশাপাশি এক ছক্কায় পুরোপুরি ১০০ রান হওয়ার পরই বাকিদের সুযোগ দিতে তিনি স্বেচ্ছা অবসরে যান।
সাব্বির ফিরে যাওয়ার পর নতুন ব্যাটসম্যানরা এসে হাত খুলে খেলতে থাকেন। সাকিব (৪৪, ২৭ বলে), মোসাদ্দেক (৩১, ২৭ বলে), মুশফিক (৪১, ২৪ বলে) ও মাহমুদউল্লাহ (৪৯, ৩১ বলে) ব্যাটিংয়ে দারুণ অবদান রাখেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব