১১ মে, ২০১৭ ১৮:০০

সর্বকালের সেরা একাদশে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার

অনলাইন ডেস্ক

সর্বকালের সেরা একাদশে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার

চলমান ও পুরনো টুর্নামেন্টকে ঘিরে চলছে সেরা একাদশ ঘোষণার হিড়িক। এবার চ্যাম্পিয়নস ট্রফির সর্বকালের সেরা একাদশ নির্বাচন করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির এই টুর্নামেন্টে সেরা পারফর্মারদের নিয়ে সর্বকালের সেরা চ্যাম্পিয়নস ট্রফি একাদশ প্রকাশ করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে। যেখানে রাখা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। আশ্চর্যের বিষয় হলো একাদশে ঠাঁই মেলেনি ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকারের!

যার রেকর্ড সহজে ভাঙার নয়, ২৪ বছরের ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার বিশ্বব্যাপী ৯০টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলেছেন, যা একজন ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ভেন্যুতে খেলার রেকর্ড। 

ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকার একমাত্র ক্রিকেটার, যার ঝুলিতে ১৫ হাজারের বেশি (১৮,৪২৬) রানের সঙ্গে রয়েছে ১৫০টির বেশি (১৫৪টি) উইকেট। 

একাদশে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। আরও বড় চমক হলো একাদশে দ্রাবিড় এবং গাঙ্গুলী ছাড়া আর কোনো ভারতীয় ক্রিকেটারের হয়নি। 

একাদেশে ওপেনার হিসেবে আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। যিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারি। ১৭ ম্যাচে গেইলের রান ৭৯১। গড় ৫২.৭৩। স্ট্রাইক রেট ৮৮.৭৭। সেঞ্চুরি রয়েছে ৩টি। অপর ওপেনার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস। দশ ম্যাচে ৫১.১১ গড়ে ৪৬০ রান রয়েছে এই টুর্নামেন্টে গিবসের।

আর সৌরভ গাঙ্গুলী? ১৩ ম্যাচে সৌরভ ৭৩.৮৮ গড়ে ৬৬৫ রান করেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। সেঞ্চুরি ৩টি। স্ট্রাইক রেট ৮৩.১২। সর্বোচ্চ অপরাজিত ১৪১। যার মধ্যে ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালে সেঞ্চুরি রয়েছে। আর দ্রাবিড়ের রয়েছে ১৯ ম্যাচে ৬২৭ রান। গড় ৪৮.২৩।

এছাড়া একাদশে স্থান পেয়েছেন- জাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড), কাইল মিলস (নিউজিল্যান্ড), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা) ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।

বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৭/ আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর