আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে আগামীকাল উদ্বোধনী দিন স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়া সিরিজের অপর দল নিউজিল্যান্ড। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে।
নিজেদের যোগ্যতার বলেই অষ্টম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। র্যাংকিং-এ শীর্ষ আট-এ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার দারুন সুযোগ পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজেদের তৈরি করে নিবে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নিজেদের তৈরি করতে গেল ২৭ এপ্রিল ইংল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। সাসেক্সে নয়দিনের অনুশীলন পর্ব শেষ করে গেল ৭ মে আয়ারল্যান্ডে অবতরণ টাইগাররা। সাসেক্সের মাঠে দু’টি অনুশীলন ম্যাচও খেলেছে তারা। প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, সাসেক্সে সেকেন্ড একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৩৪ রানে জয় পায় টাইগাররা। আয়ারল্যান্ডে এসেও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে মাশরাফির দল। গতকাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটে ৩৯৪ রান করে ১৯৯ রানের বড় জয়ের স্বাদ নেয় টাইগাররা। তিনটি প্রস্তুতিমূলক ম্যাচেই তিন শতাধিকের উপরেসহ মোট ১০৫৩ রান করেছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। প্রত্যক দলের চারটি করে ম্যাচ। শীর্ষ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি হবে রার্নাস-আপ।
বিডি প্রতিদিন/এ মজুমদার