বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলি। সে কথা তো সবাই জানে। তবে বিরাট কি শচীন, পন্টিং কিংবা কুমার সাঙ্গাকারার থেকেও অনেক বেশি দক্ষ? কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটের শুরু করে, শচীন তখন ক্রিকেট জীবনের শেষের পাতায়। তারপরও কোহলির নেতৃত্বে একাদশে নাম লেখালেন শচীন?
ব্যাপারটা একটু খুলেই বলি। নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি তার সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন। সেখানেই কোহলিকে রাখা হয়েছে অধিনায়কের আসনে। আর তার নেতৃত্বে রাখা হয়েছে শচীন, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদের। সেই তালিকায় আর আছেন রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের মতো ক্রিকেটাররা।
এখানেই শেষ না। দলে আরও আছেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলি, লঙ্কান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরণ, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে।
কোহলিকে অধিনায়কে আসনে বসিয়ে ভেট্টরি বলেন, ‘আমি ভিরাটকে সামনে থেকে দেখছি দীর্ঘদিন থেকে। মুগ্ধ করা ছাড়া তার মধ্যে আর কোন মানসিকতা নেই। মুগ্ধ করার জন্যই ও খেলে যাচ্ছে। জয় ছাড়া কিছুই ভাবে না, যা দলের মধ্যেও ছড়িয়ে দেয়।’ সর্বকালের অন্যতম সেরা এই বোলার মনে করেন, কোহলির নেতৃত্বে যে কোন ক্রিকেটারই নিজেকে প্রমান করতে পারেন।
ভেট্টরির সর্বকালের সেরা একাদশ:
রিকি পন্টিং(অস্ট্রেলিয়া), রাহুল দ্রাবিড় (ভারত), বিরাট কোহলি (অধিনায়ক,ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), শচিন টেন্ডুলকার (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ও জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)।
সূত্র: স্পোর্টসকেডা
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৭/ওয়াসিফ