ক্লাব ফুটবলে অসামান্য সব কীর্তি গড়ার রেকর্ড আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল কখনও খেলা হয়নি ক্লাবটির। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লিগের ফাইনালের টিকিট কেটেছে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল এ দলটি।
গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। তবে সমষ্টিগতভাবে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে হোসে মরিনহোর দল। শেষ চারের প্রথম লেগটা যে ১-০ গোলে জিতেছিল রেড ডেভিলসরা।
ফলে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পা রাখল। এর পেছনের নায়ক অবশ্য মারোয়ান ফেলাইনি। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগের ম্যাচ শুরুর ১৭ মিনিটেই তার গোলে এগিয়ে যায় ম্যানইউ। এই গোলেই অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮৫ মিনিট ঠিক তখনই গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফেরান ফাকুন্ডো রোঞ্চাগলিয়া। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। তবে প্রথম লেগ জেতায় ফাইনালের টিকিট পেয়ে যায় ম্যানইউ।
উল্লেখ্য, আগামী ২৪ মে স্টকহোমে অনুষ্ঠিত হবে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল। সেখানে ম্যানইউর প্রতিপক্ষ আয়াক্স।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৭/ওয়াসিফ