ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী দলের অন্যতম জ্যৈষ্ঠ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের এই ব্যাটিং অলরাউন্ডার। আইরিশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লিখেছেন, ‘ত্রিদেশীয় সিরিজের আগে দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হলো। সামনেও আমরা এই ভালো পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবো।’
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে যায় বাংলাদেশ। সেখানে ডিউক অব নরফোক ও সাসেক্সের বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলে লাল-সবুজ জার্সিধারীরা। আয়ারল্যান্ডে পৌঁছে দেশটির ‘এ’ দলের বিপক্ষে খেলে আরও একটি প্রস্তুতি ম্যাচ।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩৯৪ রানের পাহাড় গড়ে টিম বাংলাদেশ। সেদিন মাত্র ৩১ বলে ৪৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন টাইগার একাদশের দলের অন্যতম জ্যৈষ্ঠ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৭/ওয়াসিফ