ক্রিকেট মানেই রেকর্ডের খেলা। তবে মাঝে মাঝে এমন কিছু রেকর্ড হয়ে যায় যা বিশ্বাস করা সত্যিই কঠিন। তেমনই এক রেকর্ড গড়েছেন ১৯ বছরের রুদ্র ধাণ্ডে। ৬৭ বলে ২০০ রান করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
মুম্বই বিশ্ববিদ্যালয়ের ইন্টার কলেজ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন তিনি। ডালমিয়া কলেজের বিপক্ষে মাঠে নামেন রুদ্র। শুরু থেকেই আক্রমণ করতে শুরু করেন বোলারদের। মাত্র ৩৯ বলে শতরান ছুঁয়ে ফেলেন তিনি। এরপর ৬৭ নম্বর বলে দ্বিশতরান করে বিশ্ব ক্রিকেটের রেকর্ড বুকে নিজের নামটি লিখে ফেলেন রুদ্র।
রিজবি কলেজের হয়ে ২০০ রানে নট আউট থাকেন তিনি। রুদ্র’র ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ৩২২ রানের টার্গেট রাখে তার দল। নিজের পুরো ইনিংসে ২১টি চার ও ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রুদ্র। ম্যাচ শেষে রেকর্ড সৃষ্টি করা ব্যাটসম্যানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার কাছে কোনও শব্দ নেই। ভাবতেই পারছি না। তবে এটা আমার বাবা-মা’র বিবাহবার্ষিকীর উপহার।’
উল্লেখ্য, আজকের দ্বিশতরান ছাড়াও এর আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে ৫টি শতরানের মালিক রুদ্র। প্রিয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের মতোই ‘চালিয়ে খেলাই’ পছন্দ রুদ্র ধাণ্ডের।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৭/ওয়াসিফ