ডাবলিনের মালাহাইডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিংয়ে নেমেছে তামিম-সৌম্য। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ এ ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সামান্য দেরিতে খেলাটি শুরু হয়। এর আগে, ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। অন্যদিকে, স্লো ওভার রেটের কারণে এই ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশ দলের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব।
এদিকে, সিরিজে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে যায় বাংলাদেশ। সেখানে ডিউক অব নরফোক ও সাসেক্সের বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলে লাল-সবুজ জার্সিধারীরা। আয়ারল্যান্ডে পৌঁছে দেশটির ‘এ’ দলের বিপক্ষে খেলে আরও একটি প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৭/ওয়াসিফ