১১ বছরকে অবশ্যই দীর্ঘ ব্যবধান বলাই যায়। কিন্তু সেই ব্যবধানের প্রাচীর ভেঙে, সময়কে বুড়ো আঙুল দেখিয়ে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সি গায়ে খেলতে নামবেন যুবরাজ সিং। কামব্যাক হিরো বলে যিনি পরিচিত, তিনি স্বাভাবিকভাবেই এই স্পেশাল ‘কামব্যাক’–এর অপেক্ষায় দিন গুনছেন।
সম্প্রতি তিনি জানালেন, "আইসিসি আয়োজিত আন্তর্জাতিক ৫০-৫০ টুর্নামেন্টে আবার ভারতীয় দলে ডাক পেয়েছি। এটি অবশ্যই খুশির খবর। চাই যথাযথ অবদান রাখতে। দলকে সাহায্য করতে। লন্ডনে খেলার সময় বরাবরই মনে হয় আমরা যেন নিজেদের দ্বিতীয় ঘরে রয়েছি। আসলে লন্ডনে এত মানুষ আমাদের সমর্থন জানাতে মাঠে হাজির থাকেন যে তার কোনও সীমা নেই। তুলনাও হয় না।’"
যুবরাজ সেই সঙ্গে আরও বলেন,‘"আইসিসি–র টুর্নামেন্ট মানেই আকর্ষণীয় লড়াই। চ্যালেঞ্জ তো থাকবেই। কারণ, প্রতিটি দল খেলতে আসবে এই আশা নিয়ে যে ১৮ জুন ফাইনালে ট্রফিটা তাদের হাতেই উঠবে। আমাদের গ্রুপটা কঠিন। তবে আমাদের দল ছন্দে আছে। ভারত গতবারের চ্যাম্পিয়ন। চাই, এবারও ট্রফিটা আমাদেরই হাতে উঠুক। অস্ট্রেলিয়া পরপর দু’বার ট্রফিটা জিতেছে। চাই ওদের পাশে আমাদের নামটাও লেখা হোক।"
যুবরাজ যেখানে এগারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, সেখানে এই নিয়ে ৬ বার এই টুর্নামেন্টে খেলবেন শোয়েব মালিক। পাকিস্তানের এই ক্রিকেটার বাদে আর আটজনের এই কৃতিত্ব আছে। পন্টিং, দ্রাবিড়, ভেট্টরি, বাউচার, কালিস, জয়সূর্য, জয়বর্ধনে, সাঙ্গাকারা।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪