আগামী মাসে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতবে-এমন অভিমতের প্রতি সমর্থন ব্যক্ত করে ক্রিকেট লিজেন্ড কপিল দেব বলেছেন, ৫০ ওভারের এ টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষমতা দলটির আছে।
২০১৩ সালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। অধিনায়ক বিরাট কোহলিসহ বিজয়ী দলের আটজন খেলোয়াড় এবারো ভারতীয় স্কোয়াডে রয়েছে।
এজবাস্টনে ট্রফি গ্রহণ করা তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং দেশ সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনসহ সিনিয়র খেলায়াড়দের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড ও ওয়েলসে যাচ্ছে ভারতীয় দল।
গত জানুয়ারি মাসে ওয়ানডে সিরিজে ভারত ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে। এরপর ইংলিশদের বিপক্ষে টেস্ট ও টি-২০ ম্যাচেও ভাল পারফরমেন্স দেখিয়েছে ভারত।
আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ভারতীয় দলের শিরোপা অক্ষুণ্ণ রাখার সম্ভাবনার বিষয়ে কপিল বলেন, ‘যেভাবে তারা খেলছে, হ্যাঁ, অবশ্যই শিরোপা ধরে রাখার সক্ষমতা তাদের আছে বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন,‘ভারতীয় দল ইনজুরি মুক্ত থাকতে পারলে এ টুর্নামেন্টের শিরোপা না জয় করার কোন কারন দেখছি না।’
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/এনায়েত করিম