পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও বোর্ড একটি সিরিজ খেলতে পাকিস্তান দলকে ভারত পাঠাতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘ভারতে খেলতে আমরা প্রস্তুত। কিন্তু ভারতীয় বোর্ড (বিসিসিআই) তাদের দলকে আমাদের বিপক্ষে এমনকি তাদের দেশেও খেলতে দিতে রাজি নয়।
করাচি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বক্তব্যকালে তিনি আরও বলেন,‘ এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও(আইসিসি) ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান সিরিজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে।’
পিসিবি চেয়ারম্যান আরও বলেন,‘ তাদের মত আমরাও আমাদের সুচি রাখব। তবে ভারতের বিপক্ষে সিরিজ না খেললে আমাদের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়।’
এ বিষয়ে বিসিসিআই পিসিবির দেয়া পত্রের কোনো জবাব দেয়নি উল্লেখ করে খান আবারো বলেন,‘ তাদের সঙ্গে আমাদের স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে বিসিসিআই কোথাও বলেনি যে পাকিস্তানের বিপক্ষে খেলতে হলে তাদের সরকারের অনুমতির উপড় নির্ভরশীল।’
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/এনায়েত করিম