আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চেয়ারম্যান আতিফ মশাল।
ডন নিউজের সঙ্গে আলাপকালে মশাল বলেন,‘ইউনিস আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হতে সম্মত হয়েছেন এবং বোর্ড এখন চুক্তির বিষয়টি চূড়ান্ত করছে।
ইউনিস বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে নিজের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলছেন।
অবশ্য ইউনিসকে আগামী বছর নিউজিল্যান্ড অনুষ্ঠিতব্য অনুর্ধ-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইতোপূর্বে পাকিস্তানের ইনজামাম উল হক, রশিদ লতিফ এবং কবির খানরা আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/এনায়েত করিম