ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ৫৪তম ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স। আর এ ম্যাচের পিচ নিয়ে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গৌতম গম্ভীর।
গম্ভীর বলেন, আজ ইডেনে মুম্বই ইন্ডিয়ান্স যখন খেলবে, ওয়াংখেড়ের চেয়ে প্রচুর পার্থক্য অনুভব করবে। জানি, ওদের ক্যাপ্টেন এবং আমার প্রিয় ব্যাটসম্যানদের একজন রোহিত শর্মা ইডেনকে ভালবাসে। আর ইডেনও রোহিতকে ভালবাসে। আশা করব এবং একইসঙ্গে প্রার্থনাও যে, শনিবারটা এই ‘লাভ স্টোরি’র জন্য যেন একটা খারাপ দিন যায়।
তিনি আরও বলেন, আমি গর্বিত যে, ইডেনে সেই লড়াইয়ের সামঞ্জস্যটা থাকে। কেকেআরের ঘরের মাঠে ব্যাটসম্যান-বোলার, দু’তরফই সমান সুযোগ পাওয়ার জন্য আমার প্রাক্তন অধিনায়ক সৌরভ দাকে ধন্যবাদ দেব। আমি মনে করি, দাদার ভিশন-এর প্রতি যেন শ্রদ্ধা জানাতেই ইডেনের নতুন পিচ গত এক বছরে আন্তর্জাতিক আর আইপিএল মিলিয়ে এতগুলো রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে।
কিংস ইলেভেন পাঞ্জাবের জয়টা আমাদের একটা খোঁচা মেরেছে। তবে সেটা কেকেআরের জন্য প্রয়োজনীয় একটা ‘ওয়েক আপ কল’-ও হয়ে উঠতে পারে। আমার ছেলেদের বলেছি, আমি ওই ধরনের পারমুটেশন-কম্বিনেশন নিয়ে মাথা ঘামাচ্ছি না যে, ‘এক্স’ হারাবে ‘ওয়াই’-কে কিংবা আমাদের চেয়ে ‘এ’-র নেট রানরেট কম থাকবে। এ ধরনের পরিস্থিতিতে আমার মন্ত্র খুব সহজ– নিয়ন্ত্রণ সম্ভব এমন জিনিসগুলোকেই নিয়ন্ত্রণ করো আর বাকি সব কিছু ভুলে যাও অর্থাৎ কন্ট্রোল+অল্ট+ডিলিট।
নানা দিক দিয়ে টুর্নামেন্টটা আমাদের কাছে অদ্ভুত যাচ্ছে। নিজেদের সেরা খেলাটা না খেলেও আমরা জিতেছি। দু’টো ম্যাচে হেরেছি বিপক্ষের কারও ব্যক্তিগত ক্যারিশমার কাছে। গুরত্বপূর্ণ মুহূর্তে আমাদের খেলার স্ট্যান্ডার্ডকে তুলেছি। এ বছর আমাদের চিত্রনাট্যে সব রয়েছে– নাটক, আবেগ, ট্র্যাজেডি, অসাধারণত্ব, এমনকী গানও (কেকেআরের জয়ের গানটা)। তার উপর শাহরুখ খান আসছেন মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে। এর চেয়ে লিগ পর্বের ভাল সমাপ্তি আর কী হতে পারে! সত্যিই একেবারে বলিউড স্টাইল!
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/ ই জাহান