চলতি বছরেই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিকেট বিশ্বের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে থেমে যাননি তিনি। উত্তর আমেরিকার দেশ কানাডায় ক্রিকেট ছড়িয়ে দিতে পরিকল্পনা হাতে নিয়েছেন এই পাকিস্তানি।
সম্প্রতি কানাডার টরেন্টোর মেয়র জন টরির আমন্ত্রনে তার কার্যালয় সিটি হলে উপস্থিত হয়েছিলেন আফ্রিদি। সেখানেই কানাডায় ক্রিকেটের প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। মেয়রের সাথে সাক্ষাৎ শেষে স্থানীয় টেলিভিশন চ্যানেল সিবিসিকে তার ইচ্ছার কথা জানিয়েছেন আফ্রিদি।
এসময় তিনি বলেন, ‘এখানে আসা আমার জন্য বেশ সম্মানের। টরেন্টোতে এটা আমার চতুর্থ সফর। এটা একটা চমৎকার দেশ ও চমৎকার শহর। এখানে আমি কিছু মহৎ কাজ করতে চাই। এছাড়া ক্রিকেটের জন্যও কিছু করতে চাই। এরই মধ্যে কানাডা ক্রিকেটে অনেকদূর এগিয়েছে। আমি শুধু তাদের সঠিক দিক দেখাতে চাই।’
পরে টরেন্টোর মেয়র টরি আফ্রিদির প্রসংশা করে বলেন, ‘আমাদের তরুণদের এগিয়ে নিতে আমরা তাকে (আফ্রিদি) প্রস্তাব দিতে চাই। ক্রিকেটে যারা আগ্রহী আমরা তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাই। আমি জানি ক্রিকেটে আফ্রিদির বেশ শক্তিশালী একটি প্রভাব রয়েছে। আমরা তার প্রতিভা ও অর্জনকে সম্মান জানাই।’
সূত্র: দ্য ডেইলি পাকিস্তান গ্লোবাল
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৭/ওয়াসিফ